যেসব নির্বাচিত শিক্ষার্থী ২০০ টাকা ফি জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন করেছে- তারা স্বয়ংক্রিয়ভাবেকৃত মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে, এক্ষেত্রে মাইগ্রেশন সর্বদাই শিক্ষার্থীর কলেজের পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে।
যেসব নির্বাচিত শিক্ষার্থী নিশ্চায়ন সম্পন্ন করেনি - তাদের মনোনয়ন ও আবেদন বাতিল হয়েছে, তারা পরবর্তী পর্যায়ের জন্য পুনরায় আবেদন ফি জমা দিয়ে নতুন ভাবে আবেদন করতে পারবে।
যে সকল শিক্ষার্থী আবেদনকৃত কোন কলেজেই সিলেকশন পায়নি, তারা পুনরায় আবেদন ফি ব্যতীত ২য় পর্যায়ে আবেদন করতে পারবে। ২য় পর্যায়ের আবেদন গ্রহণ ৩১/০৮/২০২০ থেকে ০২/০৯/২০২০ (রাত ৮: ০০ পর্যন্ত)
উল্লেখ্য যে, কলেজে ভর্তি ১৩/০৯/২০২০ তারিখ থেকে ১৫/০৯/২০২০ তারিখ পর্যন্ত ।
যেসব কলেজে বিশেষ কোটা (SQ) আছে, সেসব কলেজকে আগামী ০২ সেপ্টেম্বর ২০২০ (রাত ৮:০০ টা) ইং তারিখের মধ্যে বিশেষ কোটা (SQ) নিশ্চায়ন করতে হবে। এই ওয়েবসাইটের SQ Approval Button এ ক্লিক করার পর Login করে SQ নিশ্চায়ন করতে হবে।
0 Comments: